
সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ
সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি
বিজয় দিবস উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে সিমলাপল্লী তাড়িয়া পাড়ায় ব্যাপিস্ট এইড বিবিসি এফ মিলনায়তনে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ীর ২২৬ জন শিশু শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মধ্য দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতি তো করেন স্থানীয় সমাজসেবক নুরুল ইসলাম। পদান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি, জামালপুর-৪,(সরিষাবাড়ী) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম। আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু প্রকল্প পরিচালক সঞ্জিত বিশ্বাস, ব্যাপিস্টের খোকন রায়, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আসাদুজ্জামান বাবু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
মধ্য দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ী প্রকল্প পরিচালক সন্দীপ বিশ্বাস বলেন, ২২৬ জন শিশু শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিকর খাবার, শীত বস্ত্র, শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
শফিকুল ইসলাম
১৬/১২/২৫
০১৭৫৬৫৬৮৮৮৮