“শিক্ষক সংকট, প্রধান শিক্ষিকা আসমা আক্তার অনুপস্থিতি—ঝুঁকিতে বালিয়ারচরের ভবিষ্যৎ প্রজন্ম
“সকাল ৯টা নয়, চলছে ২টা পর্যন্ত! বালিয়ারচর সরকারি বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ”
অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন’?”
অনুসন্ধানী প্রতিবেদন–১
বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা
ফরিদপুর প্রতিনিধি:তারিকুল ইসলাম তুহিন
ফরিদপুর জেলার সদরপুর থানার বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘিরে উঠেছে গুরুতর অনিয়মের অভিযোগ। সরকারি সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস চলার কথা থাকলেও বাস্তবে দেখা গেছে—বিদ্যালয়টি অধিকাংশ দিনই দুপুর ২টার পর বন্ধ হয়ে যায়। কখনো তারও আগে শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করেন, ফলে শিশুদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
প্রধান শিক্ষিকা আসমা আক্তারের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার নিয়মিত সময়মতো অফিসে উপস্থিত না হওয়া, অর্ধেক ক্লাস করে চলে যাওয়া এবং সাংবাদিকদের সাক্ষাৎকারে অনাগ্রহ দেখানোর অভিযোগ উঠেছে।
তিনি পরে জানান—
> “স্বামীর অসুস্থতার কারণে নিয়মিত উপস্থিত থাকতে পারি না।”
তবে অভিভাবকরা প্রশ্ন তুলছেন
> “ব্যক্তিগত সমস্যার দায় কি পুরো বিদ্যালয়কে বইতে হবে?”
তিন শিক্ষক দিয়ে বিদ্যালয় চালানো—শিক্ষা মানে পতন
বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন মাত্র তিনজন। শিক্ষক সংকটের কারণে প্রতিটি ক্লাস ঠিকভাবে নেওয়া সম্ভব হচ্ছে না। প্রধান শিক্ষিকার অনুপস্থিতির কারণে এই সংকট আরও প্রকট হয়ে উঠেছে।
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন—
> “শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা নেই, শিক্ষিকা নেই—এভাবে কি ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়া সম্ভব?”
বিদ্যালয় পরিণত হচ্ছে ‘নো-রুল জোনে’
সময়সূচি মানা হয় না
শিক্ষকরা আগেভাগে চলে যান
প্রধান শিক্ষিকার নিয়মিত অনুপস্থিতি
ক্লাস কম নেওয়া
কোনো তদারকি নেই
শিশুদের শিক্ষার মান নিচের দিকে নামছে
স্থানীয়রা বলছেন—
> “প্রতিদিনই নতুন নতুন অনিয়ম বের হচ্ছে। স্কুলে যারা পড়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নেবে কি?”
আসছে অনুসন্ধানী প্রতিবেদন–২
দৈনিক ঢাকার সময় এর অনুসন্ধানী টিম বিষয়টি নিয়ে আরও গভীর তদন্ত করছে।
অনুসন্ধানী পর্ব–২ এ আসছে—
উপজেলা শিক্ষা অফিসের মতামত
প্রধান শিক্ষিকার নথিপত্র
অভিভাবকদের বয়ান
বিদ্যালয়ের বাস্তব চিত্র
চোখ রাখুন—দৈনিক ঢাকার সময়।