খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা
মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে
স্টাফ রিপোর্টার আসিস কুমার সাহা
খিলগাঁও আন্ডারগ্রাউন্ড: ২৩টি স্পটে অপরাধচক্রের আধিপত্য—তদন্তে নতুন তথ্য”
অভিযোগের পাহাড়ে খিলগাঁও: মাদক ও গ্যাং নিয়ন্ত্রণে অদৃশ্য শক্তির ইঙ্গিত
খিলগাঁও অপরাধ মানচিত্র: কারা নিয়ন্ত্রণ করছে কোন এলাকা
স্থানীয়দের তথ্য অনুযায়ী ২৩টির বেশি স্পটে সক্রিয় মাদক ও গ্যাং চক্র—অভিযোগ যাচাই করছে অনুসন্ধানী টিম।
প্রশাসনের নিরবতা ও প্রভাবশালী মহলের ছায়া—অপেক্ষা তদন্তের পরবর্তী পর্ব।
✔ “এলাকাবাসীর ভয়–অ inseguridad–অস্বস্তি—মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করছে রিপোর্টিং ক্রু।
কর্তৃপক্ষের মন্তব্য সংগ্রহের চেষ্টা চলছে, তবে অনেকে ‘মন্তব্যের জন্য অনুপস্থিত’।
খিলগাও এলাকা জুড়ে মাদক ও সন্তাসীদের কাছে জিম্মি
প্রশাসনের নিরবতা
ডিবি হারুনের ওরসজাত নাকি খিলগাঁও থানার ওসি তদন্ত
এলাকা বাসীর মুখে এ কথা
মাদকের আখড়া হিসেবে যে স্পটগুলো নির্ণয় করা হলো অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তার নিচে তুলে ধরা হলো।
১/নন্দী পারা আলির ক্যাম্প(মাদক ব্যাবসায়ী মাসুম ও৷ সন্ত্রাসি সোহেল ওরফে তারছেড়া সোহেল )
২২/ নাসিরাবাদ গুদারা ঘাট( মোক্তার এর ছেলে লিমন)
৩/ নাগদার পার (নিজামের বারির জাহাঙ্গীর
৪/ বনশ্রী কেরফা৷ গলি ( মাসুদ ও৷ জনি )
৫/রসুল বাগ বালুর মাঠ ( সমিতি শিপন)
৬/মাদবর বারির রোড (মাশাল ও মনির নোল্লা)
৭/নবাবি মোর ( মাসুর পোলা জাবেদ কিশোর গ্যাং লিডার (ছাত্র লীগ পরিচয় প্রদান কারী
৮/ল্যাংটার গলি (মোমিন, হুমায়ন,)
৯/মদন গলি (পিরবাবা খ্যাত হাবিব)
১০/ প্রেম গলি (ইয়াবা ডিলার আম আমিন) (ছাত্র লীগ
১১/সমগ্র ভূইয়া পারা (মাদক ব্যবসায়িক ইউসুফ,)
১২/নবিনবাগ (মাসূম ভান্ডারির খানকা,শামিম, জনি,,ইয়াসিন,কালা বাবু,RAB শাকিল,)
১৩/ ছাহেরুনবাগ ( দেহ ব্যবসায়িক ছামিহার ও তার স্বামি নেতৃত্বে সকল রিকসার গ্যারেজ গুলো
১৪/আদশবাগ (কিশোর গয্যাং খ্যাত সুদ ব্যবসায়িক মাসুর ছেলে জাবেদ গং
১৫/নুরবাগ (RAB সোস পরিচয় প্রদান কারী শুভ গং)
১৬/ভাতে মারা গলি ( ফমা বিল্লাল)
১৭/ ভূইয়ার ঝিল পার (মনসুর গং
১৮/ তাল তলা কবর স্হান৷ খালেক ওতার স্ত্রী (খিলগাঁও থানা সংগলগ্ন
২০/মাদক ব্যাবসায়ী খালেকেরর খালেক ও তার স্ত্রী নিজজে বারি (খিলগাঁও থানা সংগলগ্ন)
২১/ তিলপা পারা কবর স্হান রোড( ডিস সোোহরাব, ফমা আজিজ ও তার গং
২২/ তিলপা পারা কাপর পট্টি (ঐ)
২৩/ খিলগাও মসজিদ মাকেট( গলি যুবলীগ রাসেল ও তার গং জাবেদ গং
২৪/
এদের সকল এর বক্তব্য ওসি তদন্ত ও সকল দারোগা কে মাসিক মাসোয়ারা দিয়ে নিয়মিত ব্যবসা চালিয়ে যাচ্ছি। এবং ডিবি, Rab, আপগিরি কে পয়সা দিয়ে ব্যবসা পরিআালনা করি
এ বিষয়ে অসিত তদন্তের কাছে খোঁজ নিতে চাইলে তাকে পাওয়া যায়নি
এলাকাবাসীর অভিযোগ যে ডিবি হারুনের পরিচয় প্রদানকারী ওসি তদন্ত
আগামীতে অনুসন্ধানী প্রতিবেদন
পর্ব ২
চোখ রাখুন
উক্ত বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মহোদয় ও ডিসি মহোদর দৃষ্টি আকর্ষণ করা হলো এত কিছু জানার পরেও প্রফেসর নীরব কেন এই অনুসন্ধানে যারা মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেয়েছে খিলগাঁর থানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে