
মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান
স্টাফ রিপোটার: শাহ আলম গাজী আলম
মহেশ্বরপাশা মানিকতলা খাদ্য গুদাম ওয়ার্কাস ইউনিয়ন রেজি:নং
কে, এল ৭৭
ইউনিয়নের পক্ষ থেকে মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃত্যু ফান্ডের টাকা দাবিকৃত পরিবারবর্গ
কাছে হস্তান্তর করা হয়।
মৃত,,শ্রমিক এর নাম: আলম হোসেন৷ তাহার (ভোটার নং:৩০১)
পিতা,,মৃতঃ সফিজ উদ্দিন
ইউনিয়নের পক্ষ থেকে উক্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন
মৃত্যুর,তারিখ:২০/১০/২৫
মৃত,ফ্যান্ডের টাকার পরিমান “৩৫,০০০(পঁয়ত্রিশ হাজার)টাকা পরিশোধ করা হয় ইউনিয়নের নির্বাচিত সকল নেতৃবৃন্দের সামনে এ সময়
উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের,
সভাপতি মোঃ আরিফ হোসেন সরদার
সহ ইউনিয়নের কার্যকারী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সকল শ্রমিকরা মন্তব্য করেন:
এর আগে শ্রমিক ইউনিয়ন এর কোন সভাপতি এত স্বল্প সময়ের মধ্যে মৃত্যু ফান্ডের টাকা পরিশোধ করেনি।
মাত্র কয়েক দিনের মধ্যে মো: আরিফ হোসেন সরদার
যে অল্প সময়ের মধ্যে মৃত্যু ফন্ডের টাকা দিয়েছে মৃত্যু দাবীকৃত পরিবার বর্গের কাছে হস্তান্তর করেছেন এটা এটা বিরল
এবং ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে রইল।