
বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস।
খুলনা সময় ডেক্স :মোহাম্মদ মামুন মোল্লার পাঠানো তথ্যচিত্রে।
।।”মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় পালন করা হয়েছে নিরাপদ সড়ক দিবস।জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী-আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি পিকচার প্যালেস মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালী শেষে শুরু হয় আলোচনা সভা।এ সভায় বক্তারা বলেন, সড়কে নানা রকম সমস্যা রয়েছে। চালকের অদক্ষতা, ত্রুটিযুক্ত যানবাহন, সড়কের বেহাল অবস্থা সব দুর্ঘটনার কারন। তাই সড়ক দুর্ঘটনা ঠেকানোর জন্য সকলকে সচেতন হতে হবে। সভায় জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: হুসাইন শওকত।এসময় উপস্থিত ছিলেন বিআরটিএর সহকারি পরিচালক ইঞ্জি: ওসমান সরোয়ার আলম”।এছাড়াও সড়ক বিভাগ, নিরাপদ সড়ক চাই এর জেলা ও মহানগর শাখা, বাস মিনিবাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা আলোচনা সভা ও র্যালীতে উপস্থিত ছিলেন।