
নরসিংদী এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে কর্মবিরতি
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর শিক্ষকদের ওপর হামলা ও ৩ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। নরসিংদী প্রেসক্লাবে ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষকরা মানববন্ধন করছেন। নরসিংদী সদর, শিবপুর, বেলাব, রায়পুরা, মনোহরদী, পলাশ উপজেলার দুই শতাধিক এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার কর্মচারীরা এ কর্মসূচি পালন করছেন। নরসিংদী প্রেসক্লাবের সামনে আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সুজিত কুমার দাস জানান, যে শিক্ষকরা জাতি গড়ার কারিগর তারা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নামতে হয় তা জাতির জন্য লজ্জার বিষয়। শিক্ষকদের ওপর যে নির্যাতন কোন বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। তাই অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নিয়ে তাদের শ্রেনি কক্ষে ফেরার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।
সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫ শত টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি মানা না হলে শিক্ষকরা ক্লাসে ফিরবেন না।
সিনিয়র শিক্ষক মো. আবদুল কাদির আকন্দ জানান, শিক্ষক মানুষ গঠনের কারিগর। শিক্ষককে লাঞ্চিত ও অবহেলা করা সকল শিক্ষক সমাজকে কুলসিত করে। শিক্ষক দেশ গঠনের মূল শিকড়। মূল শিকড় ছাড়া গাছ যেমন বাঁচে না, তেমনি শিক্ষকের জ্ঞানের আলো ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব নয়। শিক্ষকদের সকল দাবি মেনে নিয়ে দেশ গঠনে সহযোগিতা করুন।
দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া ইসলাম জানান, আমি এসএসসি পরীক্ষার্থী। স্যারদের ক্লাস আমাদের এখন জরুরি। স্যার দাবি মেনে নিয়ে ক্লাস রুমে দ্রুত ফিরিয়ে দেবার জন্য কতৃপক্ষের নিকট আহ্বান করছি।
নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানব বন্ধনে বক্তব্য রাখেন জামিয়া কাসিমিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. মকবুল হোসাইন, শিক্ষক নেতা মো. ইব্রাহিম, মনজিল এ মিল্লাত, হরমুজ খান, সানাউল্লাহ, সামসুউদ্দিন ভূইয়া, আরিফ পাঠান, এনসিপি নেতা বাদল মিয়া, জামিয়া কাসিমিয়া ছাএ সংসদের ভিপি মাহফুজুর রহমান, জিএস মোজাহিদুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।