
দুর্ঘটনায় আহত নুরুনবী চিকিৎসায় এগিয়ে আসুন।
চাঁদপুর( কচুয়া) প্রতিনিধিঃ
মোঃ জুয়েল রানা।
প্রায় দুই মাস আগে এক তিন তলা ছাদ থেকে পড়ে দুর্ঘটনায় গুরুতর আহত হন নুরু নবী । দীর্ঘদিন চিকিৎসা চালিয়েও সুস্থ হতে পারেননি তিনি। কোমড়ের হাড় ও প্রসাবের নল এবং পায়ের অপারেশনের জন্য পরামর্শ দিয়েছেন ডাক্তার। কিন্তু অর্থের অভাবে দিনের পর দিন বিছানায় পড়ে অসহায়ভাবে দিন কাটাতে হচ্ছে নুর নবী।
দীর্ঘদিন ধার দেনা করে কোনোভাবে চিকিৎসার খরচ চালিয়েছেন। বর্তমানে পরিবারের পক্ষ থেকে চিকিৎসার খরচ চালালো অসম্ভব হয়ে পড়েছে। তাই অপারেশনের জন্য সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন জানান তিনি।
তাঁর বাড়ি কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের নয়াকান্দি চৌধুরী বাড়ি । তিনি রাজ মিস্ত্রি কাজ করতেন । এতে দিয়ে সংসারের হাল ধরেছিলেন। ।কিন্তু সেটাও এখন বন্ধ রয়েছে। তাঁর দুই বছরের এক মেয়ে ও ১ বছরের একটি ছেলে আছে।
নুরু নবী বলেন, চিকিৎসকরা বলেন দ্রত অপারেশনের কথা বলেছেন। কিন্তু এর জন্য ৮-১০ লক্ষ্য টাকার প্রয়োজন। এখনো কোমড়ের হাঁড় এবং হাঁটুর হাঁড় ও মাংসপেশির ইনজেকশন, এবং ওয়াশ করতে অনেক টাকা ব্যয় হচ্ছে। প্রতি সপ্তাহে প্রায় দুই হাজার টাকার ওষুধ কিনতে হয়। দুর্ঘটনায় হাড় ভেঙে ও পায়ের মাংসপেশি থেকে বের হয়ে যায়। এখন এই অবস্থাতেই দিন পার করছি।
এ জন্য নুরু নবীর জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে সমাজের বিত্তবান ও স্বচ্ছলদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।