
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকুর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া।
রংপুর নিজস্ব প্রতিনিধি:
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব ও রাজনৈতিক নেতা আনিসুর রহমান লাকু হৃদরোগ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বুধবার (৮ অক্টোবর) সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তার মৃত্যু সংবাদে রংপুর সহ সারাদেশের বিএনপির অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাজনৈতিক সহকর্মীরা বলেছেন, আনিছুর রহমান লাকু ছিলেন একজন নিবেদিত প্রাণ, ত্যাগী ও কর্মীবান্ধব নেতা যিনি রাজনৈতিকে জনগণের সেবার মাধ্যম হিসেবে দেখতেন, ছাত্র জীবন থেকে বিএনপি’র রাজনৈতিক সঙ্গে সংযুক্ত হন, সৎ ও সাহসী সাংগঠনিক দক্ষতার কারণে দ্রুতই তিনি দলের নেতৃত্বে উঠে আসেন,তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রংপুর জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে কেন্দ্রীয় সিদ্ধান্তে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান,দলীয় সূত্রে জানা গেছে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন, পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি, দলীয় কাজে ঢাকা থেকে ফেরার পথে সকাল ৭:১০মিনিটে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সকাল থেকে তার বাসায় মহানগর ও জেলা বিএনপি নেতা কর্মীরা এবং হাজার হাজার সাধারণ মানুষ দেখতে আসেন অবশেষে বাদ আসর রংপুর কালেক্টরেট মাঠ প্রথম জানাজা অনুষ্ঠিত হয় পরে নিজ বাসার নুরপুর জামে মসজিদ নুরপুর জামে মসজিদের মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে কবরে শায়িত করা হয় উক্ত জানাজায় মহানগর ও জেলা নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান দুলু উপস্থিত থাকেন।