1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান মোংলা উপজেলা বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামত ৩১ দফার লিফলেট বিতরণ।

নরসিংদী জেলার পাঁচদোনা মোড়ে জন দুর্ভোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

নরসিংদীর পাঁচদোনা মোড়ে জন দুর্ভোগ

 অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর পাঁচদোনা মোড়ে জন দুর্ভোগের স্বীকার হচ্ছে বাসযাএী ও পথচারীরা। নরসিংদীর পাঁচদোনা মোড় দিয়ে  প্রতিদিন প্রায় লাখো মানুষ চলাচল করে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাঁচদোনা মোড় মানুষের পদচারনায় মুখরিত থাকে। প্রায় প্রতিদিন পাঁচদোনা মোড়ে ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকে।
এিমুখী  পাঁচদোনা মহাসড়কে নেই কোন জেব্রাক্রসিং সিগনাল কিংবা যানবাহন চলাচলের নূন্যতম কোন ব্যবস্হা চোখে পড়ে না। ভোরের সূর্য উঠার সাথে সাথে পাঁচদোনা মোড় দিয়ে স্কুল , কলেজের ছাএ ছাএী , বিভিন্ন মিল ফ্যক্টরীর শ্রমিক সহ নানা শ্রেণির  পেশার মানুষ চলাচল করে।  প্রতিদিন শত শত ছাএ ছাএী  পাঁচদোনা মোড় পাড়ি দিয়ে স্কুলে যাতায়াত করে। পাঁচদোনা মোড় দিয়ে চলাচল কারী মানুষের একটি দাবি মোড়ে ওভারব্রিজ নির্মাণ করা হোক।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কল এন্ড কলেজের বিদ্যালয়ের শত শত ছাএ ছাএী প্রতিদিন পাঁচদোনা মোড় পাড়ি দিয়ে স্কুলে আসে। অভিভাবকেরা প্রতিদিন সন্তানের মতো শিক্ষার্থীদের নিয়ে চিন্তায় থাকে । অভিভাবক ও শিক্ষার্থীরা পাঁচদোনা মোড় দিয়ে মানুষের নিরাপদ যাতায়াতের জন্য ওভারব্রিজ নির্মানের দাবি জানায়।
পাঁচদোনা স্যার কে. জি গুপ্ত স্কুল এন্ড কলেজের গনিতের শিক্ষক আনোয়ার হোসেন জানান, পাঁচদোনা এিমুখী মোড় পাড়ি দিয়ে প্রতিদিন শত শত ছাএ ছাএী স্কুলে যাতায়াত করে। স্কুলে পাঠিয়ে ও অভিভাবকরা  চিন্তায় থাকে তাই অভিভাবক হিসেবে আমি ও চিন্তায় থাকি।
১০ ম শ্রেণির শিক্ষার্থী ছোয়া জানান, ঢাকা – সিলেট মহাসড়ক সব সময় ব্যস্ত থাকে। স্কুলে যাবার সময় রাস্তা পারাপার হতে ভয় লাগে।
দেশের সবচেয়ে বড় কাপড়ের পাইকারি বাজার নরসিংদীর বাবুর হাট। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার দেশের বিভিন্ন স্হান থেকে পাঁচদোনা মোড় দিয়ে  বাস, ট্রাক ও মানুষ চলাচল করে। শিল্প এলাকা , পাঁচদোনা অর্থনৈতিক অঞ্চল
হবার কারনে যে কোন শহরের তুলনায় বেপরোয়া যানচলাচল পথচারীদের ভয়ের কারন হয়ে দেখা দিয়েছে।
পাঁচদোনা ওভারব্রীজের অভাবে প্রায়ই সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত যানজট। দক্ষিণ দিকে রাজধানী ঢাকা থেকে  ঢাকা-সিলেট মহাসড়ক, যা গাউছিয়া-শেখেরচর হয়ে নরসিংদীর পাঁচদোনা মোড়ে এসে মিলিত হয়েছে৷ অপরদিকে উত্তরদিকে ঢাকা থেকে আসা বিকল্প মহাসড়ক যা মহাখালী,  গাজীপুরের, টঙ্গী ও ঘোড়াশাল হয়ে পাঁচদোনা মোড়ে এসে মিলিত হয়েছে৷ 
পূর্ব দিক থেকে ভৈরব ও ভেলানগর হয়ে প্রবেশ করেছে এই পাঁচদোনা মোড়ে। তিনদিক থেকে আসা মহাসড়ক ও পাঁচদোনা – ডাঙ্গা দিয়ে অর্থনৈতিক অঞ্চলের রাস্তা একইস্থানে মিলিত হওয়ায় স্থানটি সড়ক এি মোহনায়  পরিণত হয়েছে পাঁচদোনার মোড়৷

এছাড়াও একই মোড় থেকে পশ্চিম দিকে আঞ্চলিক সড়ক পলাশের ডাংগাতেও প্রবেশ করেছে৷ পাঁচদোনা মহাসড়কের বড় মোহনা খুব অল্প জায়গাতেই দেখা যায়৷ 
দৈনন্দিন লাখো মানুষের পায়ে হাঁটার জন্য যেমন পর্যাপ্ত ফুটপাথ নেই, তেমনি নেই কোন ওভারব্রীজও! অথচ এই সড়ক মোহনার পূর্ব থেকে পশ্চিম কিংবা উত্তর থেকে দক্ষিণের পথে যেতে জীবনকে ঝুঁকি নিয়ে মানুষ মহাসড়ককে আড়াআড়িভাবে পাড়ি দিতে হয়৷ 
শিশু ও বৃদ্ধ বয়সীদের জন্য এই সড়ক মোহনা যেন মৃত্যুপুরী! এত কোলাহলপূর্ণ স্থানটিতে নিয়ন্ত্রণহীন যানচলাচল ঘটে যেতে পাড়ে  বড় কোন দুর্ঘটনা। পাঁচদোনা মোড়ে ট্রাফিক পুলিশ থাকলেও চাহিদার তুলনায় কম। অভিজ্ঞমহল মনে করছেন, জরুরি ভিত্তিতে পাঁচদোনা মোড়ে ওভারব্রিজ নির্মাণ করা প্রয়োজন।

অরবিন্দ রায়
০১৯১৮৭৬৭৬৫৫

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট