
মাগুরায় খাদ্য বান্ধব ডিলারের বিরুদ্ধে চাউল বিতরণের অনিয়মের অভিযোগ।
রোকেয়া খাতুন, বিশেষ প্রতিনিধিঃ
খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগী পর্যায়ে খাদ্যশস্য(চাউল) বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সদর ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার তানজির রহমান সোহাগের বিরুদ্ধে।
ভুক্তভোগী ও উপকার ভোগীদের অভিযোগ, গত আগস্ট এবং সেপ্টেম্বর (দুই মাসে) জনপ্রতি ৬০ কেজি করে চাল বরাদ্দ থাকলেও ডিলার তাদেরকে ৩০ কেজি করে চাল দিয়েছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সুত্রে জানা যায়, সম্প্রতি মহৃ্মদপুর উপজেলায় ৭০০ জন নতুন উপকারভোগী এ কর্মসূচির আওতায় তালিকাভুক্ত হয়েছেন। তানজির রহমান সোহাগের আওতায় ৪৬ জন নতুন উপকারভোগের নাম তালিকাভুক্ত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বরের মধ্যে আগস্ট সেপ্টেম্বরের চাউল ডিলার পর্যায়ে পৌঁছে দেয়া হয়েছে। মুঠো ফোনে তানভীর রহমান সোহাগ এর কাছে চাউল দেওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ডিলার তানভীর রহমান চাউল বিতরণে অনিয়মের বিষয়ে অস্বীকার করেন এবং সাক্ষাতে বলবেন বলে জানান। পরবর্তীতে তার মোবাইলে বার বার কল দিলেও মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। চাউল বিতরণের অনিয়মের
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার জানান চাল বিতরণ সংক্রান্ত একটা অভিযোগ পেয়েছি তদন্ত চলমান রয়েছে।