
বগুড়ায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম দলের আলোচনা সভা অনুষ্ঠিত
বায়েজিদ হোসেন, প্রতিনিধি বগুড়া।
বগুড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম দলের আলোচনা সভা অনুষ্ঠিত বগুড়া সদর উপজেলা সদস্য সচিব এবং জেলা প্রজন্ম দলের প্রচার প্রকাশনা সম্পাদক মোঃরেজাউল সরকার রেজা’র সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম দল বগুড়া জেলা শাখার উদ্যোগে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দৈনন্দিন নিয়মিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম দলের সংগ্রামী সভাপতি মোঃ আব্দুল আজিজ হিরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক শ্রী নিরেশ চন্দ্র ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সারিয়াকান্দি উপজেলা সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সামিউল হক সুমন, বগুড়া জেলা প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং বগুড়া সদর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ রেজাউল সরকার রেজা, বগুড়া জেলা প্রজন্ম দল শাখার কোষাধ্যক্ষ মোঃ জিন্নাতুল ইসলাম জিন্না, আহ্বায়ক বগুড়া শহর শাখা মোঃ জনি শেখ এবং আহ্বায়ক সাবগ্রাম ইউনিয়ন শাখা মোঃ আহাদ আলী খোকন।
সভায় জেলা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা করেন।