
ঝালকাঠিতে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে লক্ষ্মীপূজার আয়োজন
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
ঝালকাঠিতে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে লক্ষ্মী পূজার আয়োজন চলছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুর থেকেই মহা আনন্দে শ্রীশ্রী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে আগামি(৭ অক্টোবর) মঙ্গলবার সকাল পর্যন্ত।সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন,যে বাড়িতে লক্ষ্মী মা থাকেন, সেই বাড়িতে সর্বদা ধন- সম্পদ,সুখ- শান্তি ভরপুর থাকে।জীবনে চলার পথে তাদের অন্ন,বস্ত্র ও বাসস্থানের অভাব হবে না।
লক্ষ্মীদেবী ধন-সম্পদের দেবী। তিনি ভক্তদের সৌভাগ্য এবং আর্শিবাদ প্রদান করেন। তাই ভক্তরা দেবীকে স্বাগত জানাতে ঘরে ঘরে লক্ষ্মী পূজা দিয়ে থাকেন।
প্রতি বছর দুর্গাপূজার পরের পূর্ণিমা তিথিতে সনাতনীরা ঘরে ঘরে আনন্দ মুখর পরিবেশে এই পূজার আয়োজন করে থাকেন।আলপনা আঁকা, হরেক রকম ফল,মুড়ি,চিড়ার মোয়া,নারিকেলের নাড়ু,তিলের নাড়ু,নানা রকম মিষ্টি, গৃহিণীরা নিজ হাতে তৈরি করে লক্ষ্মীদেবীর সামনে পরিবেশন করেন।
পূজার ঘরে আলো জ্বালিয়ে মা লক্ষ্মীদেবীর সামনে প্রার্থনা করেন পরিবারের মঙ্গল কামনায়। সনাতন ধর্মাবলম্বীরা কেউ কেউ মাটির প্রতিমা তৈরি করেন আবার কলাগাছ কে শাড়ি পড়িয়ে নানা উপচার দিয়ে সাজিয়ে প্রতিমার অনুরুপ মা লক্ষ্মী হিসেবে পূজা করে থাকেন।