জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম পূর্বধলা উপজেলা শাখা’র কমিটি ঘোষণা ও মত এবং আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার লুৎফুর রহমান হৃদয়
নেত্রকোনার জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম পূর্বধলা উপজেলা শাখা’র কমিটি ঘোষণা ও মতবিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাবের হল রুমে উপজেলার জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম এর আয়োজনে উপজেলা কালবেলা পত্রিকার প্রতিনিধি হাবিবুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা ও মতবিনিময় সভা’র কার্যক্রম কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ- সারোয়ার পারভেজ বাবু, সভাপতি জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, নেত্রকোনা জেলা শাখা।
বিশেষ অতিথি: মোঃ দেলোয়ার হোসেন মাসুদ সহ সভাপতি জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নেত্রকোনা জেলা শাখা।
মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নেত্রকোনা জেলা শাখা।
মোঃ লুৎফুর রহমান হৃদয় সহ-সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নেত্রকোনা জেলা শাখা।
অনুষ্ঠান পরিচালনা করেন- কালবেলা উপজেলা প্রতিনিধিঃ সাকিব আব্দুল্লাহ।
বক্তব্য রাখেন- পূর্ব ধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নেত্রকোনা জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক লূৎফুর রহমান হ্রদয়, দৈনিক দিনকাল এর কেন্দুয়া উপজেলা প্রতিনিধিঃ, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি, জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, সহসভাপতি দেলোয়ার হোসেন মাসুদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন-আল ইমরান দৈনিক দিনকাল উপজেলা প্রতিনিধিঃ, জিয়াউর রহমান, আজকের আরবান উপজেলা প্রতিনিধিঃ,খায়রুল ইসলাম, নয়া শতাব্দী উপজেলা প্রতিনিধিঃ, ইমতিয়াজ আহমেদ সজিব আজকের আরবান উপজেলা প্রতিনিধিঃ, দুলাল মন্ডল দৈনিক সংলাপ উপজেলা প্রতিনিধিঃ, মোহাম্মদ এরশাদ আলী রিফ্রেকশন নিউজ উপজেলা প্রতিনিধিঃ, আমিনুল হক দর্পন উপজেলা প্রতিনিধিঃ, আশিক মোস্তফা সজিব সুরেশ্বরী বাংলা উপজেলা প্রতিনিধিঃ নুরুল ইসলাম সদস্য, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নেত্রকোনা জেলা শাখা।
বক্তব্যে প্রধান অতিথি বলেন- জিয়াউর রহমানের আদর্শের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম। এই দেশকে এগিয়ে নেবার জন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরলস ভাবে কাজ করছেন। জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম সহযোগী সংগঠন তার অনুসারী হিসেবে দায়িত্ব নিয়ে নেত্রকোনার ১০টি উপজেলায় কাজ করছি। বিএনপি দলকে শক্তিশালী করার জন্য ১১টি অংগ ও সহযোগী সংগঠনের মধ্যে আমরা অন্যতম কলম যুদ্ধা।
আলোচনাসভা শেষে পূর্বধলা উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম এর আংশিক কমিটি ঘোষণা করা হয় এতে ওয়াসিমুল বারীকে সভাপতি, খায়রুল ইসলামকে সাধারণ সম্পাদক ও সাকিব আব্দুল্লাহকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।